মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারাফাতসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-নওগাঁ সড়কের ধনজইল মোড়ে। নিহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো: শারাফাত ও শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের ছাত্র মুনিরুল ইসলাম। শারাফাত উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হোসেনের পুত্র এবং মুনিরুল ইসলাম উপজেলার গোফানগর গ্রামের মোবারক হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শারাফাত ও মুনিরুল মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে মহাদেবপুর আসার পথে ধনজইল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় পরে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় ডাকবাংলো মাঠে মো: শারাফাত এর জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে এবং সকাল ১১ টায় মনিরুল ইসলামের জানাজা নামাজ শেষে গোফানগর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।