বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১০ দিন ব্যাপী অস্ত্রবিহীন গ্রাম প্রতিরক্ষা ভিডিপি ( পুরুষ ও মহিলা) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সদর ইউনিয়নের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষক এবং ইউনিয়নের দলনেতা প্রমুখ উপস্থিত ছিলেন।