সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে আজ শনিবার (৫ অক্টোবর) সকলে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মানবতার দূত মহানবী হযরত মোহাম্মদ সা: এর অপমান কোনো মুসলমান মেনে নিতে পারে না। বিগত দিনেও আমরা মেনে নেয়নি। ভবিষ্যতেও বিশ্ব মুসলিম গর্জে উঠবে। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসূল সা: এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ। তাদের চরম মূল্য দিতে হবে। মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। বক্তারা বলেন, ভারতের কিছু ধর্মীয় গুরু ও নেতা রাসূলের ইজ্জতের শানে চরম বেয়াদবী করেছে। সারাবিশ্বের মুসলমান নবী প্রেমে এক হয়ে পুরো বিশ্বে কঠোর আন্দোলন গড়ে তুলবে। রাসূল সা:-কে নিয়ে কটূক্তির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় বিভিন্ন মসজিদে ইমাম মাদরাসার ছাত্র-শিক্ষক, হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।