গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ার শাজাহানপুরে গুলিবিদ্ধ পরিবারের খোঁজখবর শেষে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
গুলিবিদ্ধ পরিবাররা হলেন আশিকপুর ইউনিয়নের চকজোড়া ডামারপাড়া গ্রামের সৈকত হাসান এবং খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের গুলিবিদ্ধ শাহ জালাল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, ফজলুল হক উজ্জ্বল, এনামুল হক স্বপন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাহজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, সোহেল হোসেন, বিএনপি ও অঙ্গ দলের মধ্যে আবুল কালাম মন্টু, আবুল কাশেম, আব্দুল বাসেদ, রুবেল মাহমুদ, মিল্টন হোসেন, গোলাম মোস্তফা, শহিদুল ইসলাম, নুরুল আলম, হাসিবুর রহমান, গুলিবিদ্ধ পরিবারের সদস্য বেলাল হোসেন বুলু সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।