বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ আড়ম্বরপূর্ণ ভাবে উদযাপন করেছে উপজেলা প্রশাসন এবং শিক্ষক সমাজ। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, বদলগাছী’র আয়োজনে “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দীন , বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, লাবন্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম.গোলাম কিবরিয়া প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।