দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৫অক্টোবর শনিবার সকালে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জান্নান আরা তিথি এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরদার, অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল, অধ্যক্ষ ইউসুফ আলী, সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, প্রধান শিক্ষক আবুল বাশার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ। সভায় উপজেলার সকল কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।