মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪র্থ কন্যা ও বিএনপি চেয়ারর্পাসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র ৪র্থ বোন গ্রীন কলাকোপা এস্টেটের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. জান্নাতুল ফেরদৌস (ফ্যান্সি) বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৬টায় অস্ট্রেলিয়া (সিডনির) এক হসপিটালে ইন্তেকাল করিয়াছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তান রেখে যান। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় অস্ট্রেলিয়র সিডনিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে। এছাড়া গ্রীন কলাকোপা এস্টেটের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর মহস্থান মাজার জামে মসজিদে তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার কলাকোপা বাইতুস সুজুত জামে মসজিদে জুম্মা সালাতের পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব গুণগহীকে উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।