নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিকাল ৪টায় নন্দীগ্রাম সরকারি হাইস্কুল মাঠে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণে বিনামূল্যে পিপিআর টিকার (২য় ডোজ) প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়। টিকাদান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুলআমিন রানা প্রমূখ।উল্লেখ্য প্রায় তিনশত ছাগল ও ভেড়ার মাঝে পিপিআর টিকার ডোজ বিনামূল্যে দেওয়া হয়।