গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ মঙ্গলবার ১দফা দাবীতে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গাবতলী উপজেলা শাখার উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষে মানববন্ধন কর্মসূচী পালন শেষে ইউএনও নুসরাত জাহান বন্যার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ গাবতলী উপজেলা শাখার আহবায়ক মোতাররফ হোসেন টুটুল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতা শফিকুল ইসলাম, জাফরুল ইসলাম মিঠু, তারিকুল ইসলাম, আব্দুর রউফ প্রিন্স, তরিকুল ইসলাম, রতন রায়, মিজানুর রহমান, শারমিন আক্তার, হারুনুর রশিদ, সিদ্দিক মোঃ আবু বক্কর, আব্দুস সালাম, আব্দুর রহিম প্রমুখ।