আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমানকে পুনরায় সভাপতি ও খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদী এগার সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবর্গ হলেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম (উজ্জল), সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল হক খান সবুর, কার্যকরি সদস্য মিহির সরকার, আনোয়ার হোসাইন ও মমিন খান। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় আগের কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষনা করা হয়। আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেনজীর রহমান, গোলাম মোস্তফা, মিহির সরকার, আনোয়ার হোসাইন, মমিন খান প্রমুখ।