বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষকদল, বদলগাছী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী মুকুল এর মৃত্যুতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণ সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আকতার হামিদ সিদ্দিকী নান্নু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সদস্য -সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, সম্পাদক তারিকুল ইসলাম হালিম প্রমুখ।স্মরণ সভা শেষে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।