1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বগুড়া শিবগঞ্জে থানায় আ:লীগ নেতা মোস্তা, মানিক ও ড্যামি নির্বাচনের প্রার্থী রিজু, বিউটি সহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা - Uttarkon
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বুলডোজার দিয়ে ভাঙা হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন এ বছরের শেষে জাতীয় নির্বাচন : ড. ইউনূস আ’লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে : উপদেষ্টা আসিফ আ. লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিলেন মির্জা ফখরুল, আমির খসরু ও জাইমা রহমান পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা. শফিকুর রহমান ছয় মাসেও স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় আনতে সক্ষম হয়নি সরকার : রিজভী গাইবান্ধা আ.লীগ কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

বগুড়া শিবগঞ্জে থানায় আ:লীগ নেতা মোস্তা, মানিক ও ড্যামি নির্বাচনের প্রার্থী রিজু, বিউটি সহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা সাধারন সম্পাদক, তৌহিদুর রহমান মানিক সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ২০২৪ সালের ড্যামি সংসদ নির্বাচন এমপি প্রার্থী বিউটি বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসরাম রাজু, হুসাইন শরীফ সঞ্চয় সভাপতি বগুড়া জেলা জাতীয় যুব সংহতি, সাবেক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সদ্য বিলুপ্ত হওয়া শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুলসহ ১১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতানামা আরও ১০০-১৫০ জনের নামে ছাত্র-জনতার শ্বৈরাচার হঠাও এক দেফা আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা চেষ্টা ও ককটেল বোমা বিস্ফোরনের অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
২৬ সেপ্টেম্বর রাতে বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা সাইদ হোসেন তার ভাতিজা মিনহাজকে হত্যা উদ্দেশ্য গুলি ও মিছিলে ককটেল বোমা হামলার অভিযোগে বাদী হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার দুপুর দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে মোকামতলা জয়পুর মোড়ে যাওয়া মাত্র আসামীরা ককটেল, হাত বোমা, রিভালবার ও কাটা রাইফেল দিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় মিনহাজ (২২) গুলিবিদ্ধ হয়ে মাটিতে রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ছাত্ররা আসামীদেও প্রতিরোধের উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করলে আসামীগন গুলি, ককটেল, ইট-পাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে মিনহাজকে মুমুর্ষ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছে, মোশারফ মাঝিহট্ট, মাসুম আহম্মেদ মাঝপাড়া, মোবাশ্বের হোসেন স্বরাজ নিবার্হী সদস্য কেন্দ্রীয়যুবলীগ, সৈতক সাবেক উপজেলা চেয়ারম্যান রিজুর সহযোগী, জেমি সাবেক উপজেলা চেয়ারম্যান রিজুর সহযোগী, নুরনবী সাবেক কমিশনার কাহালু, ছাবির কাহালু, খোকন (প্রচার সম্পাদক শ্রমিকলীগ বৃন্দাবন পশ্চিমপাড়া) বগুড়া, রাশেদুল ইসলাম বৃন্দাবন পশ্চিমপাড়া বগুড়া, ইরশাদ শেখ কারবালা মাদ্রাসা পাড়া বগুড়া, রিয়াদ শাখাড়িয়া জানের পাড় বগুড়া, রাশেদ নিশিন্দারা মধ্যপাড়া বগুড়া, রিফাত উত্তর বিলহামলা শিবগঞ্জ, আ: রশিদ উত্তর বিলহামলা শিবগঞ্জ, আবুল কাসেম নিশিন্দারা মন্ডলপাড়া বগুড়া, মুন্না জেলা যুবলীগ সদস্য বগুড়া, আলাল চকসূত্রাপুর বগুড়া, বাবুল চকসূত্রাপুর বগুড়া, শাওন চকসূত্রাপুর বগুড়া, জাহিদুল ইসলাম চেয়ারম্যান দেউলী ইউপি, রঞ্জু খাঁ নিশিন্দারা বগুড়া, আ: রশিদ ভাসুবিহার শিবগঞ্জ, শাহীনুর ভাসুবিহার শিবগঞ্জ, সাদ্দাম নিশিন্দারা বগুড়া, রাকিব নিশিন্দারা বগুড়া, কবির নিশিন্দারা বগুড়া, খাবিরুল ইসলাম নান্দুড়া শিবগঞ্জ, হেলাল কাজী পিরব শিবগঞ্জ, ইমাম মন্ডল পীরব বাজার শিবগঞ্জ, ইমদাদুল টিটু পীরব বাজার শিবগঞ্জ, বিপুল ইসলাম দিঘীরপাড়া পীরব শিবগঞ্জ, আমিনুল ইসলাম বেনজির দামরুল নন্দীগ্রাম, শামিম বিহার ভান্ডারীপাড়া শিবগঞ্জ, লিখন বিহার বাগিচাপাড়া শিবগঞ্জ, মোন্তেজার রহমান বিহার পূর্বপাড়া শিবগঞ্জ, এসকেন্দার আলী শাহানা চেয়ারম্যান মাঝিহট্ট ইউপি, শহিদুল ইসলাম সভাপতি দেউলী ইউপি আওয়ামীলীগ, এস এম বেলাল হোসেন সহ-সভাপতি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ, ইউনুস আলী ডুরগাহাটা শিবগঞ্জ, শফিকুল আলম সুলতানপুর নওগাঁ, মিন্টু চন্দ্র ঘোষ বুড়িগঞ্জ শিবগঞ্জ, সোহাগ দামগাড়া শিবগঞ্জ, এসএম রুপম সাবেক চেয়ারম্যান ময়দানহাট্টা ইউপি, রেজাউল করিম চঞ্চল চেয়ারম্যান বুড়িগঞ্জ ইউপি, আজিজুল হক সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ, শহিদুল ইসলাম সহিদ চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউপি, বেলাল চেয়ারম্যান আটমূল ইউপি, আহসান হাবীব সবুজ সভাপতি উপজেলা আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ, মতিয়ার রহমান মতিন যুবলীগ নেতা ভাসুবিহার শিবগঞ্জ, ওয়াসিম রেজা চৌধুরী রাজা চৌধুরী মোকামতলা, আবু বক্কর সিদ্দিক লক্ষীপুর শিবগঞ্জ, আ: মালেক কাশিপুর শিবগঞ্জ, ওমর ফারুক মন্ডল যুবলীগ নেতা লক্ষীপুর শিবগঞ্জ, আউয়ুব হোসেন যুবলীগ নেতা টেপাগাড়ী শিবগঞ্জ, সোহেল রানা রঞ্জু মাষ্টার আওয়ামীলীগ নেতা শংকরপুর শিবগঞ্জ, মারুফ মন্ডল যুবলীগ নেতা লক্ষীপুর শিবগঞ্জ,মামুন মন্ডল ইউপি সদস্য মোকামতলা, শহিদুল ইউপি সদস্য মোকামতলা, শফিকুল ইউপি সদস্য মোকামতলা, আবু হানিফ মোল্লা ইউপি সদস্য মোকামতলা, আপেল সরকার যুবলীগ নেতা মোকামতলা, বাদল মাষ্টার ইউপি সদস্য মোকামতলাআহসান হাবিব মোকামতলা, মোস্তাফিজার রহমান মোস্তা ইউপি সদস্য মোকামতলা, আপলে সাংবাদিক মোকামতলা, জাফর ইকবাল সাংবাদিক মোকামতলা, রাকিবুলহাসান রাকিব মোকামতলা, মুন্না চৌধুরী মোকামতলা, মোস্তাফিজার রহমান ভুট্টা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোকামতলা, রুহুল আমিন বুলবুল মোকামতলা, সাইদুর ইসলাম মোকামতলা, তোজাম্মেল মন্ডল মোকামতলা, সাজু মিয়া মোকামতলা, আ: বারী মোকামতলা, সয়ন প্রাং মোকামতলা, মিঠু মোকামতলা, মোস্তা মোকামতলা, নজরুল ইসলাম মোকামতলা, প্রকাশ কুমার সাহা মোকামতলা, নুরুল কাজী মোকামতলা, এনামুল মোকামতলা, ছাইফুল সরদার মোকামতলা, রানা মিয়া মোকামতলা, মিশকাত হোসেন মোকামতলা, মুনজু মিয়া ধোন্দাকোলা শিবগঞ্জ, মিজানুর ধোন্দাকোলা শিবগঞ্জ, আজিজার মোকামতলা, মিথিলেস প্রসাদ মোকামতলা, সব্রত প্রসাদ মোকামতলা, ফটু মিয়া মোকামতলা, বাবু মিয়া মোকামতলা, গোলাম মোস্তফা মির্জাপুর টাঙ্গাইল, এরফান আলী সাধারন সম্পাদক উপজেলা জাতীয় পার্টি, মাছুদ সাধারন সম্পাদক ইউনিয়ন জাতীয় পার্টি মোকামতলা, হাবিব মোকামতলা, ফরিদুল ইসলাম মোকামতলা, ফারুক সরকার মোকামতলা, শাকিব হোসেন মোকামতলা, মেহেদী হাসান মোকামতলা, শাহাজাহান চৌধুরী চেয়ারম্যান কিচক ইউপি, আসিফ মাহমুদ মিলটন চেয়ারম্যান পিরব ইউপি, আ: মোত্তালেব চেয়ারম্যান সৈয়দপুর ইউপি, শাহ আলম মাঝপাড়া শিবগঞ্জ, সাকিল চাদনিয়া শিবগঞ্জ, আবুল কাসেম ফকির সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, আ: বারী কালাইহাটা শিবগঞ্জ।
এ ব্যাপারে সাইদ হোসেন বলেন, গত ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মোকামতলা জয়পুর মোড়ে মিছিলে আসামীরা ককটেল, হাত বোমা, রিভালবার ও কাটা রাইফেল দিয়ে মিছিলে হামলা চালায়। এতে আমার ভাতিজা মিনহাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে মিনহাজকে মুমুর্ষ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলে ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সুশাসন প্রতিষ্ঠার তৎপর থাকায় সঠিক আইনী সহযোগীতা পেতে এ মামলা করছি।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, মিনহাজকে হত্যার উদ্দেশ্য তার শরীরে গুলি ও মিছিলে ককটেল বোমা হামলার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies