মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহাদেবপুর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: হাশমত আলী, উপজেলা ত্রাণ কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব-অফিসার মো: ছয়ফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি শ্রী রতন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুমন কুমার সিংহ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ছাত্র প্রতিনিধি মো: আমিনুল হক, শ্রীপুর দুর্গা মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ মন্ডল। সাংবাদিক কিউ এম সাঈদ টিটু, বরুন মজুমদার, লিয়াকত আলী বাবলু, এম সাখাওয়াত হোসেন। এ বছর উপজেলায় ১ শত ৫০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা পরিচালনার জন্য প্রতিটি মন্ডপে একজন করে পুলিশ সদস্য এবং সারা উপজেলায় ৯ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে বলে জানা গেছে।