নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : শেখ হাসিনার ক্ষমতাচ্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলীয় কার্যক্রমে সরব হয়েছে বিএনপি। নেতারা নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও তৃণমূলে মতবিনিময় করছেন। সাবেক নেতাকর্মীদের চাঙা করতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। গত মঙ্গলবার নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বগুড়া বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, সাবেক সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সুশান্ত সরকার শান্ত, সাবেক চেয়ারম্যান শামছুর রহমানসহ শতাধিক সাবেক নেতা উপস্থিত হন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে ধানের শীষে ভোটের অপেক্ষায় আছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণ স্বাধীনতার অধিকার ফিরিয়ে এনেছে। নন্দীগ্রাম উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, মেহেদী হাসান প্রকৃতি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল ইউনিটের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।