মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। প্রতিটি গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ঝঁকিপূর্ণ স্থানে এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রদান করে আসছে। রাজশাহী মতিহার থানায় নগর ভিত্তিক ১০ দিন মেয়াদি টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মতিহারের আশার আলো ক্লাস্টারে অনুষ্ঠিত প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, মতিহার থানার প্রশিক্ষিকা যোবেদা খাতুন ও রাজপাড়া থানা প্রশিক্ষিকা মোসাঃ কামরুননেসা। শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনীর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় শতভাগ সদস্য বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রথমে ১০ দিনের গ্রাম/নগর ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে পর্যায়ক্রমে ২১ দিন মেয়াদী অস্ত্র চালনা প্রশিক্ষণ এবং বিভিন্ন আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সারাদেশে নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সকল সদস্যরা দেশের অভ্যন্তরীণ জাতীয় স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষা, দুর্গাপূজা , দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে, এ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ভিডিপি/টিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে।