পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পাঁচবিবি রেল ষ্টেশন রোডের পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি ও ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, শালাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মন্ডল, উচাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, শিরট্টি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, কড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদীন মাহমুদ প্রমুখ। পরে ৬ দফা দাবী সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।