গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী কাগইল বাজারে ডিলার রাসেল মিয়ার মেসার্স দুই ভাই ট্রেডার্সে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রয় এর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাহাদাত হোসেন, কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, ডিলার রাসেল মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা রতন চন্দ্র, স্থানীয় সৌরভ, পেস্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রতি কেজী ১৫টাকা মূল্যে জনপ্রতি ৩০কেজি করে চাল বিক্রয় করা হয়।