সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কয়েকটি ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এর নেতৃত্বে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গনে ০৮ টি ডাস্টবিন স্থাপন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল শিক্ষার্থীদের কে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মানবিক বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণের আশা প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন সহ সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।