বগুড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার্থে আসা রোগীদের দ্রুত অক্সিজেন ও পালস্ পরিমাপের লক্ষ্যে এবং স্বাস্থ্য সহায়তা ও সেবা দেওয়ার জন্য রোটারী ক্লাব অব বগুড়া সোমবার দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজমের কাছে ৩৩টি আধুনিক অক্সিমিটার প্রদান করে। রোটারী ক্লাব অব বগুড়ারউদ্যোগে এবং বেক্সটার ফার্মাসিউটিক্যালস্-এর সৌজন্যে অক্সিমিটারগুলি বিনামূল্যে বগুড়া সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলাম। পরবর্তীতে এই অক্সিমিটারগুলি সিভিল সার্জন কার্যালয় থেকে বগুড়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হবে। অক্সিমিটার সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, ভাইস প্রেসিডেন্ট রোটা. এম এম রুবেল তালুকদার, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. লুৎফর রহমান নিরো, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ববিতা রানী বর্মন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল ওয়াহাব তারেক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটা. নবিউল ইসলাম নয়ন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেজাউল হক, ডাইরেক্টর রোটা. সানাউল হক দুলাল, ডাইরেক্টর রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ্,সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. এস এম আরিফ, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট সোহান সিদ্দিকী প্রমুখ।