বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। এসময় বক্তব্য রাখেন বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ান শাহানুর ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিমা পারভীন, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে আতিয়া, নুনুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানুর আলম, ভোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জার্জিস আলম প্রমুখ।