শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাস্থানগড় শাখার আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাস্থানগড় শাখা প্রধান মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শহিদুল্লাহ মজুমদার। এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া -২ ( শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা মোঃ শাহাদাতুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাস্থান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হালিম। উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশন্স মোঃ হাবিবুল্লাহ সহ ধমীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।