দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে বগুড়ায় মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত। ১৯ সেপ্টেম্বও বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে কলাকোপা আজাদ মঞ্জিলে মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কোরআন খতম, ও কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। এসময় দুঃস্থদের মাঝে নগদঅর্থ ও চাউল-মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, মরহুম পরিবারের সদস্য বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, অধ্যাপিকা মাহমুদা হাকিম, ডক্টর তাজমেরী ইসলাম, জোবেদা খাতুন, সাজ্জাদুজামান সিরাজ জয়, দৈনিক উত্তর কোণ ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সাদাদুজামান তালুকদার জাওয়াদ প্রমূখ।
এছাড়াও মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসায় পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়েছে।