গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী এলাকার মরহুম এমপি আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অএ মাদ্রাসার সাবেক সভাপতি এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
অএ মাদ্রাসার সুপার মাওলানা মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অএ মাদ্রাসার সহ-সুপার বজলুর রশিদ, এবতেদায়ী প্রধান আব্দুল বারী, শিক্ষক মোকছেদ আলী, রবিন মিয়া, আছমা খাতুন, অভিভাবক সদস্য আব্দুল হান্নান, ইসমাইল হোসেনসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ। শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।