1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বিএনপি নেতার চাঁদা দাবীর মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন - Uttarkon
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গাবতলীতে ঐতিহ্যবাহীপোড়াদহ মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন বসন্তের আগমনী বার্তা: বসন্ত এসে গেছে পাবনায় দুদকের গণ শুনানি উপলক্ষে প্রচারপত্র বিলি আদমদীঘিতে নির্মাণ কাজে তিন ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম বিভিন্ন দাবিতে বগুড়া জেলা ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির মানববন্ধন দেশকে গড়ে তুলতে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই- নিলুফা ইয়াছমিন বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন যমুনা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে ছুটলো ট্রেন দুপচাঁচিয়ায় মদিনাতুল উলুম ক্বওমী মাদরাসাতে বৃক্ষরোপণ উলিপুরে দেড় বছরেও পুনঃনির্মাণ হয়নি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের ২০ হাজার মানুষ

বিএনপি নেতার চাঁদা দাবীর মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার প্রদশিত হয়েছে

বগুড়ার আদমদীঘির বিএনপি নেতার চাঁদা দাবীর বিষয়ে জনৈক শফিকুল ইসলামের সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপি নেতা মাহফুজুল হক টিকন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ইং জনৈক্ শফিকুল ইসলাম নামে একজন প্রতারক আদম ব্যবসায়ী, আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াটা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। জেলার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাইতেছি। আদম ব্যবসায়ী প্রতারক শফিকুল ইসলাম ব্যবসার নামে একজন চিহ্নিত প্রতারক। তার কাছ থেকে কমপক্ষে এলাকার দুইশতাধীক মানুষ টাকা পাবে। জনৈক প্রতারক শফিকুলের ছোট ভাই মোস্তাফিজুর রহমান রতন, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক। তার আরেক ভাই মোঃ শাহিনুল ইসলাম, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি। তার আর এক মেজোভাই আমিনুল ইসলাম (আম্মু), ছাতিয়ান গ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক হওয়ায় এদের দাপটে ও অত্যাচারে গত পনেরো বছর মানুষ তাদের কাছ থেকে কোন টাকা উদ্ধার করতে পারে নাই। আদমদিঘীতে আওয়ামীলীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে, সেই মামলায় আমি বাদীও নই বা আমার কোন সংশ্লিষ্টতা নেই এবং ২০২১ইং সালের সান্তাহার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের কাউন্সিল প্রার্থীর পক্ষে বিএনপির দুই নেতাকে টাকা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ঘটনার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নেই। উক্ত প্রত্যারক আদম ব্যবসায়ী প্রতারক শফিকুল ইসলাম, জনৈক্য একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies