বগুড়ার গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু বলেন, সরকারের পতন হলেও এদের দোসরা এখনও সক্রিয়। সারা দেশে দীর্ঘ দেড় যুগ এরা সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে। এ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গেলেই আমাদেরকে চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। যুবদলে কোনো দখলবাজ বা চাঁদাবাজের স্থান নেই। বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন যুবদল আয়োজিত স্থানীয় হাইস্কুল মাঠে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীযতাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখতে হবে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সে আস্থাকে নষ্ট করা যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং সব দখলবাজ-চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বালিয়দিঘী ইউনিযন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌরাত হোসেন পাইলট এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আল আমিন লেমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, আশরাফ ইসলাম, মশিউর রহমান সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিবন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বাবুসহ যুবদল ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।