নবাগত বগুড়া জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার জেদান আল মুসা। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে পুলিশের পাশাপাশি সাংবাকিদের সহযোগীতা চায়। এ জেলার মানুষকে নিরাপদে রাখতে পুলিশ কাজ করে যাবে। বগুড়া ঐতিহ্যবাহী জেলা। উত্তরবঙ্গের রাজধানী ও গেটওয়ে বলা হয় বগুড়াকে। বগুড়া শস্য ভান্ডার হিসাবে সারাদেশে পরিচিত। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক রেজাউল হাসান রানু, মিলন রহমান, ফজলে রাব্বি ডলার, আবুল কালাম, রাহাত আহমেদ রিটু, আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, ফরহাদুজ্জামান শাহী। এতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার, আব্দুর রশিদ, সুমন রঞ্জন সরকার।