1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু - Uttarkon
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের নওযোয়ান মাঠে মঙ্গলবার দুপুর ১২টায়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে নওগাঁ জেলা সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন । এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধিজনরা উপস্থিত ছিলেন।
মেলার আয়োজকরা জানান- মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের চারার দিয়ে সাজানো হয়েছে। ফুল গাছের চারা ৫০-১০০ টাকা এবং ফলজ-বনজ শোভা বর্ধনকারী গাছের চারা ১০০ টাকা থেকে ৩ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপনের পরামর্শ প্রদান হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies