বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, আনোয়ার হোসেন, ফিরোজ হোসেন, মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক আবু জর গিফারী, সাংবাদিক ফজলে মওলা, শহিদুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের সিদ্ধান্ত হয়। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।