দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত বিশৃঙ্খলারোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ ট্রাস্ট দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। ৯সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় ছাত্র-জনতার অভ্যূত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সমগ্র দেশের সাথে দুপচাঁচিয়া উপজেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে স্থানীয়, বহিরাগত ও শিক্ষার্থীদের একাংশ। এতে একধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিষ্ঠানের প্রধান সহ অনেক শিক্ষক উদ্বিগ্ন হয়ে পদত্যাগ করেছেন, আবার অনেকেই শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এমনকি হামলার ঘটনাও ঘটেছে। যার জন্য অনেকেই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকছেন। স্বাধীনতার পর শিক্ষকদের এমন পদত্যাগ নজির বিহীন। সরকারের পক্ষ হতে বাধ্যতামূলক পদত্যাগ না করাতে কড়াবার্তা দিলেও তা মানা হচ্ছে না। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে সমগ্র দেশের সাথে এ উপজেলারও শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার শংকা দেখা যাচ্ছে। চলমান এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ট্রাস্টের পক্ষ হতে স্মারকলিপিতে কয়েকটি দাবী পেশ করা হয়েছে। দাবীগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশ নিষেধ এবং হটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পদত্যাগের প্রাতিষ্ঠানিক বিধিবিধান না মেনে জোর পূর্বক পদত্যাগ না করাতে পদক্ষেপ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে নিরাপত্তা নিশ্চিত করণ ও শিক্ষকদের মান মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ ট্রাস্ট দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল, সহসভাপতি অধ্যক্ষ শামছুল হক আকন্দ, অধ্যক্ষ ইউসুফ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক আবুল বাশার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম। এসময় উপজেলার কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।