গাবতলী বগুড়া উপজেলা সংবাদদাতা : শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছা হাইস্কুল মাঠে স্থানীয় সোনারায় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ৩ জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা। সোনারায ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দুলাল করিম দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান সাব্বির এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল আহসান ডিটল, তৌমিরুল ইসলাম তৌকির, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, কাগইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাসুম, সদস্য সচিব রিয়াদ আহম্মেদ সেতু, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবু মিয়া, সদস্য সচিব মেহেদী হাসান শুভ, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব সাজেদুর রহমান লতিফ, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীউর রহমান সোহেল, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, সহ-সংগঠনিক সম্পাদক আবু তাহের খন্দকার, সাংস্কৃতি সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিক শাহীন, কাগইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সোনারায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম সাবদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ সুলতান, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক স্বপন মন্ডল মেম্বারসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় জুলাই-আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং জিয়া পরিবার কল্যাণ কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।