বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে আধাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় আধাইপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, মন্দির কমিটির সম্পাদক উজ্জ্বল কুমার মন্ডল প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল তাঁর বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙ্গালী। আমাদের জাতীয়তা বাংলাদেশী। সুখী,সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে মিলেমিশে দেশের জন্য, এলাকার জন্য যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে।