বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলার কাহালু উপজেলাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শেখাহার শাখার নতুন ভবনের উদ্বোধন করা হয় বুধবার দুপুরে। রাকাব প্রধান কার্য্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উক্ত নতুন ভবন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক (বগুড়া উত্তর) মোঃ বেল্লাল হোসেন এবং উপমহাব্যবস্থাপক (বগুড়া দক্ষিন) (মোঃ শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক অদিতি দাস। বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী-কল্যান সমিতির সদস্য মোঃ মেজবাউদ্দিন খান, ভবনটির মালিক ডাঃ মোঃ মোশাররফ হোসেন খন্দকার, ব্যাংকার্স ক্লার প্রতিনিধি ও মিউচুয়্যাল ট্রাষ্ট ব্যাংক ব্যবস্থাপক সামিউল করিম। গ্রাহক স্বপন মল্লিক, জামিনুর রহমান, শেখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রমুখ। বক্তাগন, ব্যাংকিং সেবার মান বৃদ্ধির মাধ্যমে তৃনমূল পর্যায়ে ব্যাংকের আন্তরিক সেবা নিশ্চিত করার আহবান জানান। প্রান্তিক জনগোষ্টি কৃষকদের উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। শস্য ভান্ডার বগুড়াকে খাদ্য উৎপাদনে দেশের জন্য রোল-মডেল হিসাবে গড়ে তোলার আহবান জানান। প্রধান অতিথি বলেন, এদেশের ছাত্র/জনতা বুকের তাজা রক্ত দিয়ে একটি স্বৈরাচার মুক্ত দেশ আমাদের উপহার দিয়েছে। ডিজিটাল আর্থিক লেনদেনের আধুনিক সকল সুযোগ সুবিধা সেবা প্রত্যাশীদের জন্য ব্যাবস্হা করতে হবে। দেশের অর্থনৈতিক মুক্তির ব্যবস্হা করতে হবে। ২,১২,০০০ কোটি টাকা খেলাপী লোন গ্রহীতাদের কোন প্রকার সৌজন্য দেখানো যাবে না। সৌজন্য দেখাবো প্রান্তিক জনগোষ্ঠিদের প্রতি। সহজ শর্তে প্রান্তিক জনগোষ্টি কৃষকদের লোন প্রদান করার আহ্বান জানান তিনি। পরিশেষে, দোয়া মুনাজাত করা হয়।