শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুরে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার (০২ সেপ্টেম্বর) রানীরহাট উচ্চ বিদ্যালয় ও আশেকপুর সিপি বহুমুখী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। প্রতিষ্ঠান দু’টির শিক্ষার্থীদের উজ্জীবিত করতে সকল শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম মনিটরিং করেন ইউএনও। তিনি বই পড়ার প্রতি আগ্রহ বাড়তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, দুইটির প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এর আগে উপজেলা ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা অভিযোগে পদত্যাগ দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ইউএনও মুহসিয়া তাবাসসুম এর সার্বিক কার্যক্রম মনিটরিংয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার একটি সুন্দর ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হচ্ছে।