পাবনা প্রতিনিধি: চাঁদা না দেয়ায় পাবনায় ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের মারধরে অন্তত ৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আড়তে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ীরা হলেন, উপজেলার মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি গ্রামের মৃত আহাম্মদ আলী শেখের ছেলে আব্দুল হামিদ শেখ (৬৫), মুলাডুলি মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম তারেক (২৩) ও একই গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জনি ব্যাপারী (৩২)। আহত ব্যবসায়ীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিন ধরে মুলাডুলি আড়তে গিয়ে ব্যবসায়ীদের কাছে ৫ লাখ চাঁদা দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের চাহিদা মাফিক চাঁদা না দেয়ায় রোববার দুপুরে তারা লাঠিশোঠা, লোহার রড, জিআই পাইপ নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা করে মারপিট করে। এতে ৫ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুল হামিদ শেখ বলেন, ‘জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের সমর্থক রাজ্জাক, ফিরোজ, ডাবলু, হাবিব, সুজন, মাসুদ সহ অন্তত ৫০ থেকে ৬০ জন এসে আমাদের আড়ত ও দোকানপাট ভাঙচুর করে। আমরা বাধা দিতে গেলে বেধরক মারপিট করে।’ হামলায় ক্ষতিগ্রস্থ মুলাডুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ বলেন, ’তাদের উদ্দেশ্য চাঁদাবাজি। আর চাঁদা না পেয়ে এখন আড়ত দখল করে নিতে এই হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই।’ এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে মামলা নেয়া হবে।’