জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং কবি শিবলী মোকতাদির। কবির জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি জীবন সাহা, কবি সরদার ফাতেমা, কবি মাহাবুব টুটুল, তালোড়া বন্দর নগর এর সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, কবি শাহানূর শাহিন, কবি প্রতত সিদ্দিক, কবি সিকতা কাজল, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি ও বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান।
বক্তারা বলেন-সাম্যের কবি, দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সময়ের প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ কবি হিসেবে মানবজাতির সামনে উপস্থাপিত হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিদ্রোহী কবির কবিতা ও গান ছাত্রজনতাকে নতুন করে প্রেরণা যুগিয়েছে। সমাজে যতদিন শোষন থাকবে, অধিকার হারা মানুষ যতদিন থাকবে, অন্যায় যতদিন থাকবে, বৈষম্য যতদিন থাকবে ততদিন কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে পথ দেখাবে, সমাজকে জাগ্রত রাখবে।