বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমি এবং প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২৯ আগষ্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। এসময় ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. বায়েজীদ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রাণিসম্পদ সার্জন ডা: নাজমুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ হোসেন, ক্ষেত্র সহকারী আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭ টি জলাশয়ে ৩২২.৫৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।