1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত ছাত্রের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন - Uttarkon
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত ছাত্রের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন। তার উপর হওয়া এই হামলার প্রতিবাদে বুধবার (২৮ আগস্ট) দুপুরে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আহত অনিক আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ৬ নং ওয়ার্ডে। মানববন্ধনে অনিক আহমেদের বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী শক্তি খোলস পাল্টিয়ে ডাকাত, হিন্দু, আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে এবং এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাদের এই কূটকৌশলকে সফল হতে দেওয়া যাবে না। তবে, তাদের তৈরী বিষবৃক্ষের রেশ কাটতে বহু বছর সময় লাগবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই যারা আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রেখেছিলেন, তার মধ্যে অনিক আহমেদ অন্যতম। তাছাড়া সে মাদার বখ্শ হলে রাবি ছাত্রলীগ সম্পাদক সন্ত্রাসী গালিব দ্বারা মানসিক এবং শারিরীক হেনস্তার স্বীকার হয়। এমনকি মাথায় পিস্তল ঠিকিয়ে মৃত্যুর হুমকি, শিবির ট্যাগ দিয়ে হল থেকে নামানোর মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। বাংলার আনাচে কানাচে এখনও তারা ঘাপটি মেরে বসে আছে। তিনি আরও বলেন, আমরা পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনাকে যেভাবে গণবিপ্লবের মাধ্যমে পতন ঘটাতে সফল হয়েছি। আমাদের ঘোষণা অনুযায়ী গণভবণ থেকে প্রতিটি ওয়ার্ড পর্যন্ত আমরা স্বৈরাচার বিলোপ করেই ছাড়ব। পৃথিবীর আনাচে-কানাচে যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে আমরা বসে থাকব না। আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের সকল চক্রান্ত নস্যাৎ করতে হবে। অনিক আহমেদকে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতার রক্ষা করা বেশি কঠিন। গত ১৫ বছর ধরে কীভাবে তৃণমূল থেকে সন্ত্রাসীদের লালন করা হয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি। এই সন্ত্রাসীরা ডাকাত, সনাতনী ও আনসার হয়ে আবির্ভূত হয়েছে। ঐদিন আমরা দেখেছি, কিভাবে পদদলিত করেছে। একজন সমন্বয়ক হাসনাতকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখনো আমরা দেখছি, সন্ত্রাসীরা তাদের কাজে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসুন। আমরা আইনের শাসন ও সভ্য সমাজ নির্মাণ করতে চাই। নতুন একটা বাংলাদেশ চাই। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সবাই নিরাপদ থাকবে। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সহ-সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে অনিক আহমেদ জানিয়েছিলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। একারণে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটে পরিণত হন তিনি। গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে তাদের এলাকার ও বহিরাগত কয়েকজন প্রথমে তার পথরোধ করে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারতে থাকে।
একজন খুন করার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে তার মাথার বামপাশে কোপ মারে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। হামলাকারী সবাই তাদের ওয়ার্ড শাখা আওয়ামী লীগের নেতাকর্মী।
অন্যদিকে একই দিনে (২৫ আগস্ট) স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হওয়ার করেছেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies