বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে এসএসসি -২০২৪ পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। ২৮ আগষ্ট বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন উকিল, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।