দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্তে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার বিকালে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও এসআই বিকাশ চক্রবর্ত্তীর পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান(পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমীর মুনছুর আলী, সেক্রেটারী আশরাফ আলী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের কর্মবিষয়ক সম্পাদক আব্দুল গনি মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন এক সময় ছিল পুলিশ ঠিকভাবে পুলিশের কাজ করতে পারেনি। এখন থেকে পুলিশকে পেশাদারিত্বের সাথে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। দেশ যে নতুন সংস্কারের আলোকে চলতে শুরু করেছে পুলিশকেও নিজেদের সংস্কার করে জনগণের সেবা করতে হবে।