বর্তমান প্রেক্ষা পটে জাতির বৃহত্তর স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ইসলামী দলগুলোকে ঐক্যবন্ধ থাকার আহবান জানিয়েছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। মঙ্গলবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।তিনি আরো বলেন , আমাদের মধে মাসলা মাসায়েলে সামান্য মতভেদ থাকলেও আমরা তা ভুলে রাসুল (সা:) আদর্শ সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষআবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে মতবিনিময় কালে আরো বক্তব্য রাখেন সেক্রেটারী আ স ম আব্দুল মালেক,মাও: আব্দুলহালিম বেগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা সভাপতি আ.ম.নমামুনু ররশিদ, সেক্রেটারী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সদর থানা সেক্রেটারী প্রভাষক জিয়াউর রহমান জিয়া, জেলা সমাজক ল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম।