বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও বৈষম্য মূলক কার্যকলাপের বিরুদ্ধে ঐ কলেজের শিক্ষক-কর্মচারী, দাতা-প্রতিষ্ঠাতা ও অভিভাবকগণ বুধবার (২৮ আগস্ট) কলেজ ক্যাপাসে অবস্থান কর্মসূচি ও সুধী সমাবেশ করেছে। এর আগে তারা র্যালি ও মানববন্ধন কর্মসুচি পালন করেন। কলেজ অডিটরিয়ামে অবস্থান ধর্মঘট ও সুধি সমাবেশে প্রভাষক আনজুয়ারা বেগমের সভপতিত্বে দাবীসমুহ পেশ করেন, প্রভাষক নূরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক রেহেনা বেগম, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক এমদাদুল হক, প্রভাষক আরেফুর রহমান, প্রদর্শক আনোয়ার হোসেন, দাতা একরামুল হক, অভিভাবক পিয়ার উদ্দিন, রেজাউর রহমান প্রমূখ। শিক্ষকদের দাবির মধ্যে অন্যমতম হচ্ছে, অধ্যক্ষ গোলাম মোস্তফা কর্তৃক অন্যায় ভাবে শিক্ষক কর্মচারীর কর্তনকৃত বেতন ফেরত প্রদান, শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল, সিনিয় স্কেল ও স্কেল পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ, প্রভাষক আনজুয়ারা ও প্রভাষক রেহেনা বেগমকে গভর্নিং বডিতে সদস্য পদ প্রদানের বাধা দূরিকরণ, গভর্নিং বডি গঠনে অধ্যক্ষের মনগড়া ভোটার তালিকা সংশোধন, শিক্ষক কর্মচারীদের ছুটির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ বন্ধ এবং দূর্ঘটনা ও গুরুত্বর অসুস্থ শিক্ষককে স্ববেতনে ছুটি প্রদান ইত্যাদি। অভিযোগে আরো বলা হয়, অধ্যক্ষ কলেজের যাবতীয় ফাইলপত্র ও হাজিরা খাতা নিজ বাড়িতে বাক্সবন্ধি করে রেখেছেন। অপরদিকে বুধবার অধ্যক্ষের বিরুদ্ধে কর্মসূচি পালনের খবর পেয়ে তিনি অঘোষিত ভাবে কর্মচারীদের ও শিক্ষার্থীদের ছুটি দিয়ে সকালে কলেজ বন্ধ করে চলে যান।
এব্যাপারে ঐ কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, শিক্ষকদের অভিযোগ ও দাবী সমুহ নিয়মতান্ত্রিক নয় এবং তারাই বিভিন্ন অনিয়মের সাথে জড়িত।