আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে উপজেলা সদরের নওগাঁ-বগুড়া মহাসড়কের পার্শ্বে বাসস্ট্যান্ড এলাকায় এ ত্রান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সভাপতি জুয়েল হোসেন, খোকন আলী, সাংগঠনিক সম্পাদক হাসান আলী প্রমূখ।