শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার প্রকৃতচিত্র তুলে ধরতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিটির প্রধান করা হয়েছে অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের অনুমোদনক্রমে ড. দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র কমিটির বাকি সদস্যদের মনোনিত করবেন বলে প্রজ্ঞোপনে জানানো হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এই কমিটিকে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে, গত সপ্তাহে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠন করা হবে বলে নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসঙ্ঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় ইত্যাদি বিষয়ের প্রতিফলন থাকবে বলে জানানো হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা অবৈতনিকভাবে দায়িত্ব পালন করবেন। পরিকল্পনা কমিশন কমপ্লেক্সের কোনো একটি ভবনে হবে কমিটির দফতর। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও দফতর প্রস্তাবিত কমিটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি