বগুড়ায় বিএনপি নেতা নিহতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।শনিবার (২৪ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত জিল্লুর সরদারের স্ত্রী খাদিজা বেওয়া। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাহার আকন্দ, সাবেক মন্ত্রী পলক, হাসানুল হক ইনু, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ, অপু উকিল, এস এম কামাল, শামীম ওসমান, নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, গাবতলী-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা আলম নান্নু, মঞ্জুরুল আলম মোহন, টি জামান নিকেতা, সাবেক এমপি রেজাউল করিম বাবলু। এছাড়াও বাকি আসামিদের বেশিভাগ বগুড়া ও গাবতলী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরো চারটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা। গত ৪ আগস্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে গিয়ে নিহত হন জিল্লুর সরদার।