গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দিনমজুর সাহাদত হোসেন কে সম্পন্ন আর্থিক সহায়তায় সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং ৪২ বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। গুরুত্বর আহত সাহাদত হোসেন বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের আজিজার রহমান এর ছেলে। জানা যায়, গত ৫ই আগষ্ট ২৪ বগুড়ার ইয়াকুব আলী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে সাহাদাত হোসেনের শরীরের বিভিন্ন স্থানসহ মাথা ও চোখের ভিতরে গুলিবিদ্ধ হন। এরপর তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে তাকে দেখতে গত ৯ আগষ্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় অসুস্থ্য সাহাদত হোসেনের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাকে শান্তনা দেন এবং চিকিৎসার খোঁজখবর নিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারদের নির্দেশনা প্রদান করেন তিনি।
ইতিমধ্যেই সাহাদত আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীসহ পল্লী চিকিৎসক ডাক্তার আজাদের মাধ্যমে ৫০হাজার টাকা চিকিৎসার জন্য পরিবারের নিকট প্রদান করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ভিশন আই হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার একটি চোখের অপারেশন করার পর তাকে ২৪শে আগষ্ট নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, তার একটি চোখের অপারেশনের পর সে চোখে দেখতে পাচ্ছে কিন্তু তার মাথার ভিতরে অনেক রাবার বুলেট এখনো রয়ে গেছে। উন্নত হাসপাতালে পুনরায় আবারও তার অপারেশন করতে হবে। এদিকে দিনমজুর সাহাদতের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তার পরিবারের প্রতি সবসময় সু-দৃষ্টি রেখেছেন সাবেক এমপি লালু। এ বিষয়ে সাবেক এমপি লালু জানান, আহত সাহাদাত হোসেন কে সম্পন্নভাবে সুস্থ করতে আমার আর্থিক ও সার্বিক সহযোগিতা থাকবে। সে যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারে এজন্য আমি ও এলাকাবাসী আমরা সবসময় তার ও পরিবারের পাশে চিরদিন আছি ও থাকবো। তিনি আরো বলেন, তার সম্পন্ন চিকিৎসায় কোন আর্থিক সংকট হবে না ইনশাআল্লাহ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অসুস্থ্য শত শত রোগীদের প্রতিদিন হাসপাতালে ও ক্লিনিকে দেখতে ছুটে যাচ্ছেন এবং পরিবারদের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন ও ডাক্তারদের দিক-নির্দেশনা দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় তার সঙ্গে উপস্থিত থাকছেন ( সাবেক এমপি লালু সহধর্মিনী) ও গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।