ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ ধুনট উপজেলার সভাপতি বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, আব্দুল হালিম, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ ধুনট উপজেলার সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ প্রমূখ।