বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া সদর উপজেলা আয়োজনে বগুড়া সদর উপজেলা কমিটির পুর্নগঠন উপলক্ষে শনিবার বগুড়ায় পৌর স্কুল এন্ড কলেজের হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশা। তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলেই বেসরকারী শিক্ষকদের অধিকাংশ দাবি পুরণ হয়েছে। আগামীতে শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবিও পুরণ করা হবে। তিনি আরো বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কতিপয় স্বার্থন্বেসী প্রতিষ্ঠান প্রধানদের অবৈধভাবে পদত্যাগের ব্যাপারে চাপ প্রয়োগের তীব্র নিন্দা জানান। কোন শিক্ষক বা প্রতিষ্ঠান দুর্নীতি করে থাকলে তা তদন্ত সাপেক্ষে অবশ্যই বিচার হবে। বক্তব্য শেষে তিনি সাইফুল ইসলামকে সভাপতি, বজলুর রশিদকে সাধারণ সম্পাদক এবং আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বগুড়া সদর উপজেলা কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব আজিজুল হক রাজা। তিনি শিক্ষক সমিতির সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং বিগত সরকারের আমলে শিক্ষকদের প্রতি অবহেলার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মুতী মামুন, সদস্য সচিব্ আলহাজ্ব মিজানুর রহমান, অধ্যাপক সাদেক মোহাম্মদ আজিজ লাভলু শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক বগুড়া জেলা বিএনপি. আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক বাশিস কেন্দ্রীয় কমিটি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোকাছেদুল আলম সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্য জোট বগুড়া জেলা শাখা, মাহিনুর রহমান, স্বপন কুমার ঘোষ, সোহেল রানা, আব্দুল লতিফ, আব্দুর রউফ প্রমুখ।