বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ের পার্শ্বে দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা সরানোর ব্যবস্থা করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।বদলগাছী উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ – পূর্ব পার্শ্বে বদলগাছী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পরিত্যাক্ত ভবন রয়েছে। দীর্ঘদিন ধরে বদলগাছী হাট-বাজারের যাবতীয় ময়লা আবর্জনা নিয়ে এসে এখানে স্তুপ করে রাখার ফলে এক বিশ্রী দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। যেন কেউ দেখার নেই। বর্তমান নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বিদ্যালয়টি পরিদর্শন করতে এসে পরিবেশটি দেখে তাঁর খুব খারাপ লাগে। তিনি নিজ উদ্যোগে ছাত্রদের সঙ্গে নিয়ে ময়লা আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করেন। তাঁর এহেন মহতী উদ্যোগে সকলের মুখে প্রশংসার বাণী ঝরছে। তাঁর সাথে কথা বললে তিনি বলেন, এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হবে। তাছাড়া এই দুর্গন্ধময় পরিবেশ থেকে কোমলমতি শিক্ষার্থীরা দূরে থাকতে পারবে। তিনি পরিচ্ছন্ন বদলগাছী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।