বগুড়া : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং বন্যা দুর্গতদের দোয়া কামনায় শনিবার বাদআছর বগুড়ার সুত্রাপুরস্হ বায়তুল ওয়াহেদ জামে মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজু,
দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দীন, ডাঃ আজিজুর রহমান রাজু, ডাঃ এ আর খান, আতিকুর রহমান, মাহবুবুল রহমান, মক্তব পরিচালক মোজাফফর রহমান খোকা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছামছুলজুহা। এরপর অএ মসজিদে শিশুদের কোরআন শিক্ষা ও পাঠদান কার্যক্রম পরিদর্শন শেষে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তাবেদার লালু।