বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ও অসুস্থ্যদের দেখতে শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও খোঁজখবর নেন বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সহকারী সম্পাদক বেগম শামছুন নাহার জামান তালুকদার, ডাঃ নাজমুল হক, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম ও মোহতাছিন বিল্লা মুন।
গুলিবিদ্ধরা হলেন বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার নুর মোহাম্মদ, সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের বড়গোছা গ্রামের মঞ্জু মিয়া, গাবতলী রামেশ্বরপুর হোসেনপুর গ্রামের রঞ্জু মিয়া। আহতদের মধ্যে শাজাহানপুর আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মহসিন আলী ও গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কোলার বাড়ি গ্রামের মোরশেদা বেগম।